খালেদা জিয়ার বিরুদ্ধে ফরমায়েশী রায়ের বিরুদ্ধে খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধন
স্টাফ রিপোর্টার: বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ফরমায়েশী রায়ের বিরুদ্ধে খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধন হয়েছে।
৩১ অক্টোবর বুধবার সকাল ১১টায় শহরের গণপূর্ত বিভাগের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনসহ চার জনের বিরুদ্ধে ফরমায়েশি মামলার রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ মানববন্ধন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মংসাথোইয় চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, দপ্তর সম্পাদক মো. আবু তালেব, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, সদর পৌর বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন তালুকদার, জেলা যুবদল সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা স্বেছাসেবক দল সভাপতি মো. নজরুল ইসলাম, জেলা ছাত্রদল সভাপতি মো. সাহেদ হোসেন সুমন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদীকা কুহেলী দেওয়ান, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. হান্নান সরকার, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. হাসেম ভূইয়া, জেলা তাঁতী দল সভাপতি আলমগীর মিয়া।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল আলম বানববন্ধন কার্যক্রম সঞ্চালনা করেন।