খালেদা জিয়ার মুক্তির দাবিতে পুলিশের বাঁধায় খাগড়াছড়িতে বিক্ষোভ- সমাবেশ

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে পুলিশী বাঁধার মুখে খাগড়াছড়িতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ২৩ নভেম্বর

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের চলমান ৭২ ঘন্টার হরতাল স্থগিত
খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতি নির্বাচন অনুষ্ঠিত
করোনাকালে প্রত্যন্ত খাগড়াছড়ি থেকে সারাদেশে অনলাইনে শিক্ষার আলো ছড়ালো রুপা মল্লিক

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে পুলিশী বাঁধার মুখে খাগড়াছড়িতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

২৩ নভেম্বর শনিবার কলাবাগান মিল্লাত চত্তর হতে নেতা-কর্মীরা বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। তবে ভাঙ্গা ব্রিজে আসার আগেই পুলিশ বাঁধা দেয়। পুলিশের বাঁধায় মিছিলটি আর এগুতে পারে নি। এসময় প্রতিবাদ সমাবেশ করে নেতা-কর্মরা।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবিন চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন আবছার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা সমাবেশে বক্তব্য রাখেন।

সরকার ইচ্ছাকৃতভাবে আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে সু-চিকিৎসা বঞ্চিত করে কৌশলে হত্যা করার ষড়যন্ত্র করছে বলে বক্তারা অভিযোগ করেন। সমাবেশে জেলার সিনিয়র নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।