খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীছড়িতে বিএনপি’র মানববন্ধন, ছাত্রলীগের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার: বিএনপি‘র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে।
১২ ফেব্র“য়ারী সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা মানবন্ধন করতে চাইলেও পুলিশ বাধা দেয়। ফলে মানববন্ধন সংক্ষিপ্ত সময়ের মধেই শেষ করতে বাধ্য হয় বিএনপি। বিএনপিসহ উপজেলা যুবদল, ছাত্রদল, মহিলাদল, কৃষকদল,স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা মানববন্ধনে অংশ নেন।
উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার বলেন, আমাদের মানববন্ধন ছিল শান্তিপূর্ণ। বিএনপি‘র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি করেন তিনি।
এদিকে যুক্তরাজ বঙ্গবুন্ধর ছবি অবমাননা বাংলাদেশ দূতাবাসে হামলাকারী ও সাজাপ্রাপ্ত আসামী তারেক রহমানকে ফরিয়ে এনে বিচারের দাবীতে লক্ষ্মীছড়ি উপজেলা ছাত্রলীগ মোটরশোভা যাত্রার মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল বের করে।