খালেদা জিয়ার রায়ের খবরে খাগড়াছড়িতে আনন্দ শোভাযাত্রা
খাগড়াছড়ি প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা হওয়ায় খাগড়াছড়িতে আনন্দ শোভাযাত্রা করেছে আওয়ামীলীগ। বৃহস্পতিবার বেলা আড়াইটায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
গণমাধ্যমে খালেদা জিয়ার দুর্নীতি মামলায় ৫ বছর কারাদন্ডের সংবাদ দেখার পর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা এবং শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলমের নেতৃত্বে পৌর শহরের আনন্দ শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক কামাল পাটোয়ারী, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক নুরুন্নবী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুর্নীতির মামলা খালেদা জিয়ার সাজা হওয়ায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।