• July 27, 2024

খালেদা জিয়ার রায়ের খবরে মানিকছড়ি আওয়ামীলীগের আনন্দ মিছিল

মানিকছড়ি প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ৬ আসামীর বিরুদ্ধে জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়ার খবরে মানিকছড়ি আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করা হয়েছে।

জানা গেছে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ৬ আসামীর বিরুদ্ধে বকসিবাজার বিশেষ আদালতে বৃহস্পতিবার জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিচারক। রায়ে খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং অপর ৫ আসামীকে ১০ বছরের সশ্রম কারাদন্ডসহ ২ কোটি ১০ লক্ষ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার পর আদালতে উপস্থিত ওই মামলার প্রধান আসামী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ৩ জনকে জেল-হাজতে প্রেরণ করা হয়।

এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা আওয়ামীলগি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী মিছিল নিয়ে রাজপথে নেমে আসেন। দলীয় অফিস থেকে মিছিলটি বের হয়ে বাজার ঘুরে এসে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের আমতলায় সমবেত জনতার উদ্দেশ্যে আওয়ামীলীগ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এ সময় তাঁরা বলেন, আওয়ামীলীগ আইনের শাসনকে বিশ্বাস করে।

আওয়ামীলীগের আমলে যুদ্ধাপরাধের পাশাপাশি দুর্নীতিতে জড়িত রাঘব-বোয়ালদের বিচার সম্ভব। বিএনপি নেত্রী জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়েছেন আজ। বিজ্ঞ আদালত বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াসহ আসামীদের বিরুদ্ধে সাজা দিয়ে আবারও প্রমাণ করেছেন আওয়ামীলীগ আদালতকে ন্যায় বিচারকাজ করার স্বাধীনতা দিয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post