খালেদা জিয়ার রায়ের খবরে লক্ষ্মীছড়ি আওয়ামীলীগের আনন্দ মিছিল
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ৬ আসামীর বিরুদ্ধে জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়ার খবরে লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিকেলে আনন্দ মিছিল মোটরশোভা যাত্রা বের করা হয়। মিছিলটি বাজার এলাকা ও উপজেলা সদও প্রদক্ষিণ করে। উপজেলা যুবলীগ সভাপতি আবুল কালাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান মিছিলে নেতৃত্ব দেন।
জানাযায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ৬ আসামীর বিরুদ্ধে বকসিবাজার বিশেষ আদালতে বৃহস্পতিবার জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিচারক। রায়ে খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং তারেক রহমানকেসহ অপর ৫ আসামীকে ১০ বছরের সশ্রম কারাদন্ডসহ ২ কোটি ১০ লক্ষ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়।