• December 9, 2024

খালেদা জিয়া ও ইসহাক’র মুক্তি দাবিতে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: খালেদা জিয়া ও ইসহাক’র মুক্তি দাবিতে খাগড়াছড়ি ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনরি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের নি:শর্ত মুক্তি দাবিতে ১১ জুলাই বুধবার  খাগড়াছড়ি জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

এসময় তিনি বলেন, ‘বিনা ভোটের শেখ হাসিনার অবৈধ সরকার বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে দেশে এক তরফা নির্বাচনের পায়তারা করছে। ৯০-এর স্বৈরচার বিরোধী আন্দোলনের মতো নব্য স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন জোরদার করতে ছাত্র সমাজকে গর্জে ওঠার আহ্বান জানান।

এর আগে শহরের মিল্লাত চত্বর থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে আদালত সড়কে যেতে চাইলে ভাঙ্গা ব্রিজ এলাকায় পুলিশের বাধার মুখে পড়লে সেখানেই সমাবেশ করে ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহেদুল ইসলাস সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম ও সাংগঠনিক সম্পাদক মো. একরাম হোসেন রানা।

এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষেত্র মোহন রোয়াজা, কংচাইরী মারমা, মোসলেম উদ্দিন, কংচাইরী মাস্টার, সাংগঠনিক সম্পাদক এম এন আবছার আব্দুর রব রাজা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা কুহেলি দেওয়ান, খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post