খিরাম ইউনিয়ন পরিষদের ১ম বর্ষপূর্তি উদযাপিত

ফটিকছড়ি: ফটিকছড়ি উপজেলাধীন ২১নং খিরাম ইউনিয়ন পরিষদ গঠনের পর প্রথম নির্বাচনের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষ্যে ২৮ ফেব্রুয়ারি এক আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় র‍্যালীটি খিরামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইউপি কার্যালয়ে এসে শেষ হয়। এরপর ইউপি হলে চেয়ারম্যান সোহরাব হোসাইনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত।

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য ও প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ। ইউপি সচিব মাহফুজ এলাহির পরিচালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য মফিজুল ইসলাম, জসিম উদ্দিন, সাবেকুন নাহার, মাস্টার শাহাবুদ্দিন, সাংবাদিক শাহনেওয়াজ নাজিম, জিয়াউর রহমান, আজম উদ্দিন। উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নাঈম উদ্দিন, আব্দুল শুক্কুর, রমজান আলী, লালন জয়, শামসুন নাহার, বেনুয়া বেগম, মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, সাবেক ইউপি সদস্য আবছার, যুবলীগ নেতা বেলাল উদ্দিন, সালাউদ্দিন, রোমান, মাহিন সহ এলাকার অসংখ্য জনসাধারণ।

উন্মুক্ত আলোচনায় উপস্থিত এলাকাবাসী তাদের প্রত্যাশা এবং প্রাপ্তির কথা তুলে ধরেন এবং এক বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন চেয়ারম্যান সোহরাব হোসাইন। আলোচনা সভা শেষে কেক কেটে একে অপরকে খাইয়ে দেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post