Homeস্লাইড নিউজশিরোনাম

গাছের আঘাতে প্রাণ হারালেন শ্রমিক ফরিদ

অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা: নিজের বাগানে গাছ কর্তন করার সময় আকষ্মিক প্রাণ হারালেন মো: ফরিদ নামের একজন শ্রমিক। সোমবার সকাল সোয়া ৯টার দিকে মাটিরাঙ্গা পৌরসভ

মাটিরাঙ্গায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে অবহিতকরণ সভা
কৃষকের পাকা ধান কেটে দিলো লক্ষ্মীছড়ি আ.লীগ ও সহযোগী সংগঠন
নিরাপদ প্রসব বিষয়ক পানছড়িতে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ সভা

অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা: নিজের বাগানে গাছ কর্তন করার সময় আকষ্মিক প্রাণ হারালেন মো: ফরিদ নামের একজন শ্রমিক। সোমবার সকাল সোয়া ৯টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার আওতাধীন ১নং ওয়ার্ড গাজীনগর জুম্মাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তিনি জুম্মাপাড়ার মৃত: মো: হাকিম আলী ওরফে (হাকিম ভান্ডারী)এর সেজো ছেলে।

জানা গেছে, সোমবার সকালে নিজের বাগানে সকাল সাড়ে ৯টার দিকে গাছ কাটতে যায় মো: ফরিদ মিয়া। গাছ কাটার পর তা মাটিতে পড়ার সময় মো: ফরিদ মিয়া মাথায় আঘাত পেয়ে গুরতর আহত হয়। এরপর অন্যান্যরা তাকে গুরুতর আহতাবস্থায় তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো: জাকির হোসেন কর্তনকৃত গাছের আঘাতে শ্রমিকের মৃত্যু হওয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।