Homeস্লাইড নিউজশিরোনাম

গাছ চাপা পড়ে মাটিরাঙ্গায় নিহত ১

স্টাফ রিপোর্টার: মাটিরাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ চাপা পড়ে মো: আমির হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার দুপুর তিনটার দিকে মাটিরাঙ্গা

দীঘিনালায় জাল টাকাসহ আটক ২
লক্ষ্মীছড়ি জোনে ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মানিকছড়িতে নিজ ঘর থেকে প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার: মাটিরাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ চাপা পড়ে মো: আমির হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার দুপুর তিনটার দিকে মাটিরাঙ্গা পৌর সভার দক্ষিন মুসলিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মো: আমির হোসেন দক্ষিন মুসলিমপাড়ার মো: আইয়ুব আলী হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুর তিনটার দিকে কালবৈশাখী ঝড়ে আমির হোসেনের ঘরের পাশে থাকা একটি গাছ ভেঙে ঘরের উপর পড়ে। এসময় ঘরের ভেতরে অবস্থান করা করছিলো আমির হোসেন। গাছ চাপা পড়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।