• April 29, 2025

গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রায়হান আহমেদ পানছড়ি, প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়িতে সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

শুক্রবার (২১ মার্চ) দুপুর আড়াইটায় বাজার কেন্দ্রীয় মসজিদ হতে মসজিদে পেশ ইমাম মাওলানা দলিলুর রহমান এর সভাপতিত্বে মিছিলটি বাজারের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে জিয়া স্কোয়ারে এসে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েল কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভারতে নামাজরত মুসল্লিদের উপর নির্যাতনের নিন্দা জানান। সকল মুসলমানদের জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

সমাবেশে উপজেলা জামায়েত ইসলামী’র সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামান, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক, ইসলামী আন্দোলনে সেক্রেটারি মোঃ ইব্রাহিম খলিল, মুফতি মহিউদ্দিন সহ সর্বস্তরের মুসলিম তাওহীদি জনত অংশ গ্রহণ করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post