• September 15, 2024

গুইমারাতে অস্ত্র ও কার্তুজসহ আটক ২

 গুইমারাতে অস্ত্র ও কার্তুজসহ আটক ২

গুইমারা প্রতিনিধি: গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকা থেকে ১টি অস্ত্র ও কার্তুজ সহ দুজন সোর্সকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

১৪মে বুধবার দিবাগত রাতে গোপন সাংবাদের ভিত্তিতে ৩ফিল্ড রেজিঃ আর্টিঃ সিন্দুকছড়ি জোনের ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল বারীর নেতৃতে অভিযান চালিয়ে সিন্দুকছড়ি স্কুল পাড়া এলাকা থেকে মোঃ বেলাল হোসেন (৪০) ও মোঃ মজিবুর হোসেন (৫১)’কে আটক করা হয়।
আটককৃত বেলাল হোসেন,পিতাঃ মোঃ মজিদ হোসেন তৈকর্মা পাড়ার বাসিন্দা ও মুজিবুর হোসেন সিন্দুকছড়ির নাক্রাই পাড়ার বাসিন্দা মৃতঃ সাইদুর রহমানের ছেলে।

সেনাবাহিনীর সুত্রে জানা যায়, তারা দুজনেই ইউপিডিএফ (মুল) দলের প্রধান সোর্স হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এরা ইউপিডিএফ দের বিভিন্নভাবে সহায়তা সহ উক্ত সংগঠনের কালেক্টরের সহযোগিতা সহ বিভিন্ন ব্যবসায়ীর নিকট হতে টোকেন কেটে উক্ত টাকা সংগঠনকে জমা করে আসতো। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

গুইমারা থানার ওসি আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post