গুইমারাতে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক
গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর, পিপিএম (বার) অত্র জেলায় আইন শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুন্ন রাখতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট সর্বোচ্চ কাজ করে যাচ্ছে।
২০জানুয়ারি শনিবার বেলা আড়াইটার দিকে গুইমারা থানাধীন ১নং ইউপির ৫নং ওয়ার্ডের কবুতরছড়া গ্রামের কাঁচা রাস্তার উপর থেকে এস আই আমিনুল ইসলাম ভূঁঞার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ০১টি দেশীয় তৈরি বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ ও ৩ রাউন্ড গুলি উদ্ধারসহ ১জনকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।
আটক কৃত আসামী হলেন, খাগড়াছড়ি জেলার, গুইমারা থানার, ১নং গুইমারা ইউপির ১নং ওয়ার্ডের মাইরং পাড়ার বাসিন্দা, হেমন্দ্র ত্রিপুরার ছেলে, রীতি বাবু ত্রিপুরা ওরফে শান্ত(১৮)।
গুইমারা থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে ভবিষ্যতেও এঅভিযান অব্যাহত থাকবে।