• July 27, 2024

গুইমারাতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ‘বেগম রোকেয়া দিবস’ পালিত

শাহ আলম রানা, গুইমারা: খাগড়াছড়ি’র গুইমারাতে “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” ও নারী জাগরনের অগ্রদুত ‘বেগম রোকেয়া দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে ৯ডিসেম্বর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সমিতির চেক বিতরণ করা হয়েছে।

গুইমারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ হাছিনা আক্তারের সঞ্চালনায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন,গুইমারা উপজেলা পরিষদ চোয়ারম্যান উশ্যেপ্রু মারমা। বিশেষ অতিথি ছিলেন, গুইমারা থানার অফিসার্স ইনচার্জ বিদ্যুত কুমার বড়ুয়া, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা প্রমুখ।

সভায় বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে নানামুখী পদক্ষেপ তুলে ধরে বলেন, সকলকে সম্মিলিত প্রচেষ্টায় নারী নির্যাতন কমিয়ে আনা সম্ভব। দেশ এগিয়ে যাচ্ছে নারী এগিয়ে যাচ্ছে। নারীর মর্যাদা, অধিকার ও স্বনির্ভরতা অর্জনে, নারীদেরকে নারী জাগরণের অগ্রদুত ‘বেগম রোকেয়াকে অনুস্মরণের আহবান জানিয়ে বক্তারা বলেন, ক্ষণজন্মা এমহিয়সী নারীর স্বপ্ন ছিল সামাজের নারী-পুরুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বাঁচবে। নারী উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, নানা কর্মে নিযুক্ত হয়ে অর্থনৈতিক মুক্তির সহায়ক হবে।

নারী হবে আদর্শ বোন, আদর্শ গৃহিনী, আদর্শ মা। সমাজ-সংসারে নারী জেগে উঠবে সর্বোপরি একজন মানুষ হিসেবে। নারী মুক্তির কথা বলে গেছেন বেগম রোকেয়া তাঁর গল্পে, উপন্যাসে, প্রবন্ধসহ তার লিখনিতে। শুধু তাই নয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ নারীশিক্ষা প্রসারে তিনি আমৃত্যু কাজ করেছেন। এবছর আর্থিকভাবে সাফল্য অর্জনকারী নারী,শিল্পি রানী দেবকে উপজেলার শ্রেষ্ঠ জয়ীতার পুরস্কার দেওয়া হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post