• November 6, 2024

গুইমারাতে ইউনিয়ন-বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

 গুইমারাতে ইউনিয়ন-বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ১নং গুইমারা ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলার টাউন হলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার দিকনির্দেশনায় এক বিশাল কর্মী সভার আয়োজন করা হয়েছে।

১৮অক্টোবর শুক্রবার বিকেলে ইউনিয়ন বিএনপির কর্মী সভায় মোঃ দ্বীন ইসলামের সঞ্চালনায় জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার।

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির নবগঠিত সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি মোঃ নবী হোসেন, সাধারণ সম্পাদক আরমান হোসেন, যুগ্ন সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ ইউসুফ সহ উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ডের অসংখ্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post