গুইমারাতে এক যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার:  গুইমারায় জুমেন ত্রিপুরা (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে। শনিবার সন্ধ্যা

গুইমারাতে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার
খাগড়াছড়ির নতুন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ
গুইমারাতে বৌদ্ধ পুর্ণিমা উপলক্ষে শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার:  গুইমারায় জুমেন ত্রিপুরা (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বাইল্যাছড়ি রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুমেন ত্রিপুরা ওই এলাকার রুহিদা ত্রিপুরা ও বিনলক্ষী ত্রিপুরার ছেলে বলে জানা গেছে। তিনি এক পুত্র সন্তানের পিতা।

জানা যাযয়, পারিবারিক কলহের জের ধরে শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির পাশে কাঁঠাল গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে গুইমারা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।