গুইমারাতে কমিউনিটি পুলিশিং সভা

গুইমারা(খাগড়াছড়ি) প্রতিনিধি: "পুলিশই জনতা, জনতাই পুলিশ" এ শ্লোগানে খাগড়াছড়ির গুইমারাতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার হাতিমুড়া বা

খাগড়াছড়িতে শান্তিচুক্তি’র দুই যুগপূর্তি নানা অনুষ্ঠানমালার সূচনা
মাটিরাঙ্গায় সন্ত্রাসীদের গুলিতে জেএসএস (সংস্কার) কর্মী নিহত
কিশোরী ধর্ষন চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

গুইমারা(খাগড়াছড়ি) প্রতিনিধি: “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ শ্লোগানে খাগড়াছড়ির গুইমারাতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার হাতিমুড়া বাজারে ইউপি সদস্য ম্রাসাজাই মারমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুত কুমার বড়ুয়া।

এসময় এলাকার আইন-শৃংখলা রক্ষায় পুলিশকে সহযোগীতার আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশকে এগিয়ে নিতে সবাইকে সম্প্রীতি বজায় রাখারও আহবান জানান তিনি।

মো: জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাতিমুড়া পুলিশ ফাঁড়ির আইসি ফয়েজ আহম্মদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম মীর, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোবারক দেওয়ান, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিপন, মহিলা ইউপি সদস্য সাফিয়া আক্তার, বাজার ব্যবসায়ী কমিটির কোষাধ্যক্ষ রামসু মারমা প্রমুখ।

এছাড়াও এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রবনতা কমানো, মাদক নির্র্মূল, নারী নির্যাতন বন্ধ সহ বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করেন বক্তারা।