গুইমারাতে চোলাই মদ সহ আটক ১

স্টাফ রিপোর্টার:  খাগড়াছড়ির গুইমারাতের অভিযান চালিয়ে ২৬ লিটার চোলাই মদ সহ হাফিজুল্লাহ মোঃ খোকন (৫০) নামের এক ব্যাক্তিকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।

শিক্ষার্থীরা আর অভুক্ত থাকবে না: কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
বর্ণাঢ্য আয়োজনে ৪৩ বিজিবির অধিনায়ক’কে বিদায় সংবর্ধনা
খাগড়াছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার:  খাগড়াছড়ির গুইমারাতের অভিযান চালিয়ে ২৬ লিটার চোলাই মদ সহ হাফিজুল্লাহ মোঃ খোকন (৫০) নামের এক ব্যাক্তিকে আটক করেছে গুইমারা থানা পুলিশ। রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার চৌধুরীঘাট এলাকা থেকে দেশীয় চোলাই মদ সহ তাকে আটক করা হয়। আটককৃত খোকন কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট উপজেলার গোরাশাল গ্রামের মৃত আকবর আরী’র ছেলে।

পুলিশ জানায়, গুইমারা থানার অফিসার ইনচার্জ মাঃ গিয়াস উদ্দীনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী-গামী একটি বাসে অভিযান চালিয়ে ছাদের উপরে থাকা ২টি মাছের পাতিল থেকে ২৬ লিটার চোইল মদ সহ হাফিজুল্লাহ মোঃ খোকন (৫০) নামের এক ব্যাক্তিকে আটক করা হয়।

গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ গিয়াস উদ্দীন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতের  বিরুদ্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।