• October 7, 2024

গুইমারাতে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম উদ্যোগে কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা

গুইমারা প্রতিনিধি: বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম (টিএসএফ) খাগড়াছড়ি’র গুইমারা ইউনিটের উদ্যোগে কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা, গরীব মেধাবীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জেলার গুইমারা টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ১৪সেপ্টেম্বর বিকেলে সংগঠনের গুইমারা উপজেলা শাখার সভাপতি বতেন ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার এসডিজি বাস্তবায়নে কাজ করছে। আর এসডিজির ৪নং লক্ষ্য হল শিক্ষা। গুণগত শিক্ষার মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর। এসময় বাস্তবধর্মী বহুমুখী কারিগরী শিক্ষার প্রতিও গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লক্ষ্য হতে হবে আকাশের মত বিশাল কিন্তু সঠিক ও বাস্তবমুখী তাহলে সাফল্য নিশ্চিত।

অতুল ত্রিপুরা সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, সিন্দুকছড়ি সেনা জোনের মেজর মোঃ নাজিউর রহমান, গুইমারা উপজেলার নির্বাহী অফিসার তুষার আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হরিপদ্ম ত্রিপুরা, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সজীব ত্রিপুরা, টিএসএফ কেন্দ্রীয় সভাপতি প্রেম কুমার ত্রিপুরা প্রমূখ। এছাড়াও স্কুল কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃ› উপস্থিত ছিলেন। পরে কৃর্তি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও গরীব মেধাবী শিক্ষার্থীদের পাঠ্যবই বিতরণ করেন অতিথিরা। স্থানীয় ত্রিপুরা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post