গুইমারাতে দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজসহ আটক ১
গুইমারা প্রতিনিধি: গুইমারা থানাধীন ০১নং গুইমারা ইউপির ০৬ নং ওয়ার্ডের ডাক্তার টিলা নাবাং পাড়া বিশ্ব শান্তি বৌদ্ধ বিহারের সামনে রাস্তার উপর থেকে দেশীয় তৈরি পাইপগান ও ২রাউন্ড কার্তুজসহ একজনকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।
১মার্চ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এসআই মোঃ আমিনুল ইসলাম ভূঞা এর নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে আসামী দারাছ চন্দ্র চাকমা (২২) এর হাতে থাকা ব্যাগের ভিতরে ১টি দেশীয় তৈরি পাইপগান ও ২রাউন্ড কার্তুজ পাওয়া যায়।
আটককৃত আসামী হলেন, দারাছ চন্দ্র চাকমা(২২), পিতা-রাঙ্গা মনি চাকমা, মাতা-ছায়া রানী চাকমা, সাং-চাকমা পাড়া, ০৩নং ওয়ার্ড, মাটিরাঙ্গা পৌরসভা, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু করা হয়েছে। তিনি আরো বলেন, গুইমারা থানায় মাদক দ্রব্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।