• September 14, 2024

গুইমারাতে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

 গুইমারাতে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে সকালে গুইমারা শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয় ও গুইমারা সরকারী কলেজ মাঠে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল দেওয়ান মঞ্জুরুল হক। এসময় বিশেষ মোনাজাত, কেক কাটা সহ শিশুদের মাঝে বিভিন্ন ইভেন্টের পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ জেনে, বুঝে, শিশুর অধিকার প্রতিষ্ঠা ও শিশু বান্ধব পরিবেশ সৃষ্টি করে আরো অনেক বেশি আন্তরিক ও নিষ্ঠাবান হবার আহবান জানিয়ে এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান আতিথি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জোন উপ-অধিনায়ক মেজর সরওয়ার জাহান, গুইমারা সাব জোন কমান্ডার মেজর ফয়সাল, গুই কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন সহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post