• October 8, 2024

গুইমারাতে বঙ্গবন্ধু’র ভাষণ প্রদর্শন, র‌্যালি আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহ্যাসিক ৭ই মার্চ ভাষণ গতানুগতিকের চেয়ে ভিন্ন মাত্রা যোগ হয়েছে ২০১৮সালের ৭মার্চে। ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধু’র ৭ই মার্চ ভাষণ মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দিবসটি খাগড়াছড়ি’র গুইমারাতে পালিত  হয়েছে।

এ উপলক্ষে গুইমারা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন বুধবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বিকাল ৩টায় র‌্যালি, আলোচনা ও বঙ্গবন্ধুর ভাষণ প্রদর্শনীর আয়োজন করে। বিকেলে গুইমারা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠণের উদ্যোগে এক র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কলেজে বঙ্গবন্ধুর ভাষণ শিক্ষার্থীদের মাঝে প্রদর্শনীর আয়োজন করে। সকাল গুইমারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় ও গুইমারা কলেজ, ১.৩০টায় গুইমারা মাদ্রাসা মিলনায়তনে প্রজেক্টরের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধু’র ৭ই মার্চ ভাষণ প্রদর্শণ করা হয়।

২০১৭সালে ৩০ সেপ্টেম্বরে আর্ন্তজাতিক সম্প্রদায়ের স্বীকৃতি স্বরুপ ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ভাষণ ‘বিশ্ব ঐতিহ্য দলিল’ হিসেবে স্বীকৃতি দিয়ে তা ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ অন্তর্ভুক্ত করে। এযাবৎ বাংলাদেশ আওয়ামীলীগ দিবসটি দলীয় পর্যায়ে পালন করলেও ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়া প্রথম বারের মত ব্যাপকভাবে পালিত হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post