• July 27, 2024

গুইমারাতে বিএনপি’র মানববন্ধন, ছাত্রলীগের পাল্টা মিছিল

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা ও মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গুইমারাতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১২ফেব্রুয়ারী সোমবার সাড়ে ৩টায় গুইমারা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন পালিত হয়।  তবে পুলিশী বাধায় তা বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি।

গুইমারা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের একপাশে হাতে হাত মিলিয়ে মানব বন্ধনে অংশ গ্রহণ করেন বিএনপি’র কয়েক’শ নেতাকর্মীরা। অনেকটা গোপনে আকস্মিক ভাবে বিএনপি এ মানব বন্ধন শুরু অবশ্য বেশীক্ষণ স্থায়ী হতে দেয়নি পুলিশ। বিএনপি’র মানববন্ধন করার খররে দ্রুত এএসআই সুকলাল দে’র নেতৃত্বে গুইমারা থানা পুলিশের একটি দল এসে মানব বন্ধন বন্ধ করার নির্দেশ দিলেও মিনিট দশেক স্থায়ী এ মানব বন্ধনে উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ ইউচুপ সরকারের প্রতি অবিলম্বে বেগম জিয়ার মুক্তি দাবী জানিয়ে মানব বন্ধনের সমাপ্তি ঘটান।

অপরদিকে, বিএনপি’র মানববন্ধন শেষ হওয়ার পর তারেক রহমানকে গ্রেফতারের দাবীতে পাল্টা বিক্ষোভ মিছিল করে গুইমারা উপজেলা ছাত্রলীগ। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। ছাত্রলীগ সভাপতি সাগর চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, যুবলীগ সভাপতি বিপ্লব শীল দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। সংক্ষিপ্ত এক সভায় দ্রুত তারেক জিয়াকে লন্ডন থেকে গ্রেফতারের দাবী জানান আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post