গুইমারাতে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় সতকার
গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকার বীর মুক্তিযোদ্ধা নির্পদ ত্রিপুরা (৭৬) মারা গেছেন।
শুক্রবার সকাল ৯টার দিকে নিজ গৃহে আগুনের তাপের জন্য দাঁড়ালে গায়ে ঝরানো কম্বলে আগুন লেগে যায় এতে তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। এলাকা বাসী দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা নির্পদ ত্রিপুরা মারা যায়। তার পরিবারে স্ত্রী-সহ এক ছেলে এবং দুই মেয়ে রেখে গেছেন। রাষ্ট্রিয় মর্যাদায় যথাযোগ্য সম্মানে শনিবার ২টায় সত্কার করা হয়।
এ,জেড, এম নাহিদ হোসেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে গুইমারা থানা পুলিশের সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন। এসময় গুইমারা উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।