• November 7, 2024

গুইমারাতে মাদক মামলার ২ পলাতক আসামী আটক

স্টাফ রিপোর্টার: গুইমারা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত পলাতক দুই আসামীকে আটক করেছে। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের শাহ আলমের ছেলে রতন(৩৬) এবং মৃত মর্তুজ আলীর ছেলে ইসমাইল হোসেন। আটককৃতদের নামে আদালত কর্তৃক জি আর-৪৯১/১৮ এবং জি আর ৪৫৬/১৮ মামলার গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানান।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুত কুমার বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই আ: কাদেরের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেছে। এরপর আটককৃতদের খাগড়াছড়ি হাজতে প্রেরন করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post