• December 5, 2024

গুইমারাতে মাহিন্দ্র উল্টে শ্রমিকের মৃত্যু

শাহ আলম রানা, গুইমারা: খাগড়াছড়ি’র গুইমারা উপজেলার বুদংপাড়ায় যাত্রীবাহী মাহিন্দ্র উল্টে ১শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের বুদংপাড়া নামক স্থানের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এদূর্ঘটনায় নিহত শ্রমিকের নাম অনিল ত্রিপুরা (২৮)। সে মাটিরাঙ্গা উপজেলার ধামাইপাড়া এলাকার রহিন ত্রিপুরা’র ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, গুইমারা উাপজেলার হাফছড়ি ইউনিয়নের নাফ এগ্রো লি: নামের একটি পোল্ট্রি ফার্মে শ্রমিকের কাজ করত অনিল ত্রিপুরা। প্রতিদিনের ন্যায় রবিবার সকালে অন্য শ্রমিকদের সাথে যাত্রীবাহী মাহিন্দ্র যোগে কাজে যাওয়ার সময় খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহা-সড়কের বুদংপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের মোড়ে মাহেন্দ্রটি উল্টে যায়। এতে অনিল ত্রিপুরা গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিদ্যুত কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এঘটনার পর থেকে মাহিন্দ্র চালক পলাতক রয়েছে বলেও জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post