গুইমারাতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

গুইমারা প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ২নং হাফছড়ির পশ্চিম বড়পিলাকে মোটরসাইকেল দুর্ঘটনায় কারী মোহাম্মদ ইব্রাহিম(৬৫) মৃত্যুবরণ করেন এবং মোটরসাইকেল চালক আলমগীর হোসেন (৩৮) গুরুতর আহত হন।
২৪মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুইমারা উপজেলার পশ্চিম বড়পিলাক এলাকার সামসুর নগর জামে মসজিদ নামক স্থানে রাস্তা পারাপার হওয়ার সময় একটি মোটর সাইকেল এসে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত আবস্থায় উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুইমার থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহতের পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।