গুইমারাতে মৎস্য চাষীদের মাঝে পোনা বিতরণ

শাহ আলম রানা, গুইমারা: গুইমারাতে উপজেলা মৎস্য অফিসের ব্যবস্থাপনায় মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে। বুধবার (৯সেপ্টেম্বর) সকালে গুইমারা

দীঘিনালায় ট্রাকের চাকায় প্রাণ গেলে মোটরসাইকেল আরোহীর
খাগড়াছড়িতে এম.পিকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ আওয়ামীলীগের
খাগড়াছড়িতে উৎসব মুখর পরিবেশে নতুন বছরের বই বিতরণ

শাহ আলম রানা, গুইমারা: গুইমারাতে উপজেলা মৎস্য অফিসের ব্যবস্থাপনায় মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে। বুধবার (৯সেপ্টেম্বর) সকালে গুইমারা উপজেলা সম্মেলন কক্ষের সামনে থেকে মাছের পোনা বিতরণ করা হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা এ.কে.এম মোখলেছুর রহমান, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, গুইমারা উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা বেগম, ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, এ কর্মসূচীর আওতায় উপজেলার ৩টি ইউনিয়নে় ৩০জন মৎস্য চাষীকে বিভিন্ন জাতের মিশ্র মাছের পোনা সরবরাহ করা হয়েছে বলে জেলা মৎস্য কর্মকর্তা এ.কে.এম মোখলেছুর রহমান জানান । এসময় যে সকল মৎস্য চাষীদেরকে পোনা বিতরণ করা হয়েছে, তারা যেন নিজ নিজ প্রকল্পের পুকুর/জলাশয়ে নিজ দায়িত্বে ফেলে দেয় এবং পোনাগুলোর যত্ন নেয়ার আহবান জানান। এতে অত্র এলাকার মাছের চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।