• July 27, 2024

গুইমারাতে শিক্ষক সম্মেলন: শিক্ষার্থীদের মানসম্মত পাঠদানের উপর গুরুত্বারোপ

মোঃ শাহ আলম,গুইমারা: “শিক্ষকদের সাথে নিয়ে সিন্দুকছড়ির প্রত্যয়, মেধাবীরা গড়বে সোনার বাংলা দূর্বার দূর্জয় প্রতিপাদ্যে বাংলাদেশ ও বাঙ্গালী জাতির আগামী দিনের কর্ণধার আজকের শিক্ষার্থী শিশু-কিশোররা। ছাত্র/ছাত্রীরা দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করবে বলেই শিক্ষার্থীদের মান সম্মত পাঠদান ও সু-নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যৎ বাংলাদেশ” রুপরেখা ও করনীয় শীর্ষক মত বিনিময় সভা খাগড়াছড়ি’র গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে অনুষ্ঠিত হয়েছে।

২৫ডিসেম্বর মঙ্গলবার বেলা-১১টায় খাগড়াছড়ি’র গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ি সেনা জোনের দায়িত্বপূর্ন এলাকা গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও জনপ্রতিনিধিদের নিয়ে এ মতবিনিময় ও আলোচনা সভা করেন ১৪ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি সেনা জোন।

সিন্দুকছড়ি সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারমা, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা সরকারী কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, মানিকছড়ি সরকারী গিরি মৈত্রী কলেজ অধ্যক্ষ মংসুই মারমা, গুইমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, গুইমারা সরকারী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল।

অনুষ্ঠানে দুই উপজেলার ৩শতাধিক শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মানিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মানিকছড়ি রানী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার, গুইমারা সরকারী মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক বাবলু হোসেন, শহীদ লেঃ মুশফিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, মানিকছড়ি ইংলিশ স্কুলের অধ্যক্ষ গোলাম রসুল প্রমুখ।

বক্তারা শিক্ষার মান উন্নয়নে অন্তরায় হিসেবে নানা সমস্যা তুলে ধরে বলেন, শিক্ষকগণ জাতির কারিগর হলেও শিক্ষকরা নানামূখী সমস্যার বেড়াজাল অতিক্রম করতে হয়। বর্তমান সরকার যে অর্থ বরাদ্ধ দিচ্ছে তা যথেষ্ট হলেও অভিভাবকদের সচেতনার অভাবে ছাত্র/ছাত্রীরা শিক্ষার দিকে পিছিয়ে যাচ্ছে। সম্মিলিত প্রচেষ্টায় পাহাড়ের শিক্ষাকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান বক্তারা।

এসময় শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা মনযোগ সহকারে শুনে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃকর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব বলেন, বর্তমানে বাংলাদেশ শিক্ষাসহ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। শিক্ষকরাই পারেন একটি জাতির মহাবিপ্লব ঘটাতে। সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে জোনের অধীনস্থ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন তিনি। ইতিমধ্যে বিভিন্ন পাবলিক পরিক্ষায় মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের ফরম পূরণসহ নানা প্রকার সহায়তা দেওয়ার ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার ঘোষনা দেন তিনি। পরে শিক্ষকদের নিয়ে মহ্নাভোগের অংশগ্রহণের পাশাপাশি আমন্ত্রিত শিক্ষত ও অতিথিদের শুভেচ্ছা উপহার তুলেন দেন জোন অধিনায়ক।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post