গুইমারাতে শুরু হল ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা
স্টাফ রিপোর্টার: দেশের উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরতে সারা দেশের ন্যায় গুইমারা উপজেলায় শুরু হয়েছে ৪র্থ উন্নয়ন মেলা। ৪ অক্টোবর ৩দিন ব্যাপী গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উন্নয়ন মেলা বৃহস্পতিবার শুরু হয়ে চলবে শনিবার পর্যন্ত। বৃহস্পতিবার সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের একযোগে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গুইমারা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলার উদ্ধোধনের পূর্বে গুইমারা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর উন্নয়ন মেলার টেলি কনফারেন্স প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এর পর গুইমারা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বর্নাঢ্য উন্নয়ন সোভাযাত্রা বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলায়তনে এসে পরে ফিতা কেটে গুইমারা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত উন্নয়ন মেলার উদ্ধোধন করেন ১৪ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব পিএসসি,জি। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে জানান দেওয়া ও উন্নয়ন চিত্র তুলে ধরতে ৪র্থবারের মত দেশব্যাপী এ মেলার আয়োজন করছে সরকার।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিন্দুকছড়ি জোন কমান্ডার। গুইমারা উপজেলা নির্বাহী অফিসারপঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ¤্রাসাথোয়াই মগ, গুইমারা সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মুফতি মাহমুদ জয়, গুইমারা কলেজ অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, গুইমারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এর আগে আমন্ত্রিত অতিথিবৃদ্ধকে নিয়ে মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন প্রধান অতিথি। ৩দিন ব্যাপী মেলার প্রতিদিনই থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ, আলোচনা, বিতর্ক ও রচনা প্রতিযোগীতা। শনিবার পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্যদিয়ে ৪র্থ উন্নয়ন মেলার পর্দা নামবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। গুইমারা উপজেলা বিভিন্ন দপ্তর সহ মোট ১৯টি ষ্টল তাদের সেবা ও সরকারের উন্নয়নের নানাবিধ চিত্র তুলে ধরতে বর্ণিল সাজে সাজিয়ে তুলেছে প্রতিটি ষ্টলকে।