• February 18, 2025

গুইমারাতে সন্ত্রাসীরা গুলি করে ইউপিডিএফ কর্মীকে হত্যার পর লাশ গুম

খাগড়াছড়ি প্রতিনিধি : গুইমারায় দূর্বৃত্তরা বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে জেন্দ্র ত্রিপুরা (৪৮)রনামে ইউপিডিএফর সাবেক সদস্য গুলি করে হত্যার পর লাশ গুম করার অভিযোগ পাওয়া গেছে।  গুলি করে লাঠি দিয়ে মাথায় আঘাত করে রশি দিয়ে বেধে লাশটিও নিয়ে যায় দূর্বৃত্তরা। সোমবার রাত ১২টার দিকে ফেরকারবারী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গেলেও আশ পাশের এলাকায় অনেক খোজা খুজি করেও সন্ধান পায়নি জেন্দ্র ত্রিপুরার লাশ। ঘরের মেঝেতে তাজা রক্ত পরে আছে এবং দরজায় দেখা গুলির ঝাঝরা চিহৃ দেখা গেছে।

জেন্দ্র ত্রিপুরার স্ত্রী পলিন্দ্রি ত্রিপুরা জানান, রাত ১২টার একদল মুখোসধারী সন্ত্রাসী অস্ত্রসহ এসে প্রথমে দুই রাউন্ড ফাকা গুলি ছুড়ে। পরে গাছের লাঠি দিয়ে দরজা ভেঙ্গে ঘরে ডুকে এলােপাতাড়ি গুলি ছুড়ে। একপর্যায়ে জেন্দ্র ত্রিপুরা গুলি বিদ্ধ হয়্। এরপর লাঠি দিয়ে মাথায় আঘাত করে তারা । এরপর  মূমূর্ষ  অবস্থায় রশি দিয়ে বেধে লাঠিতে ঝুলিয়ে তার স্বামীর লাশটিও নিয়ে গেছে দূর্বৃত্তরা।

তবে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। স্থানীয়দের ভাষ্যমতে, জেন্দ্র ত্রিপুরা ইইপিডিএফ’র সাবেক সদস্য ছিলো। অস্ত্র আইনে জেন্দ্র ত্রিপুরা ৬ বছর হাজত বাসের পর বাড়িতে এসে আপন বড় ভাইয়ের মেয়েকে র্ধষনের অপরাধে নারী শিশু আইনে আবার দশ মাস হাজত বাস করে । এরপর জামিনে এসে ওই মামলা গুলোতে সে বারো বছর পলাতক রয়েছে।

আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সংগঠক ক্যালাচিং মারমা জানান, জেন্দ্র ত্রিপুরা কখনো ইউপিডিএফের সদস্য ছিলোনা। এ ঘটনার সাথে তারা জড়িত নয় বলে দাবি করেন।

অতিরিক্ত পুলিশ সুপার রামগড় (সার্কেল) ফরহাদ জানান, পুলিশ ঘটনাস্থল গিয়েছে। তদন্ত পুর্বক ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post