গুইমারাতে হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: গুইমারা উপজেলার হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। ৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় হাফছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাকিল আহমেদ এর সঞ্চালনায় হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ এর প্রাক্তন চেয়ারম্যান ও হাফছড়ি উচ্চ বিদ্যালয় এর এডহক কমিটির সভাপতি কংজরী চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা সরকারি কলেজ এর অধ্যক্ষ নাজিম উদ্দিন, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু সেন, গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল, হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস ছালাম। এছাড়াও হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের সকল কর্মচারি, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।