• July 27, 2024

গুইমারায় আওয়ামীলীগ’র ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 গুইমারায় আওয়ামীলীগ’র ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ির জেলার গুইমারা উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগ এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের মধ্য দিয়ে দোয়া মোনাজাত, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেন বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

৩ জুন শুক্রবার ২ সকালে গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে গুইমারা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু মেমং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমিরণ পাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম মীর উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল, উপজেলা যুবলীগ নেতা মোঃ মাসুদ রানা, গুইমারা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, ২নং হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংস্যা চৌধুরী, ৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা, ২নং হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মফিজুল ইসলাম, ২নং হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ওহাব, ২নং হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, গুইমারা উপজেলা ছাত্র লীগের সভাপতি রেজাউল করিম শুভ,গুইমারা উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাচিং মারমা, গুইমারা উপজেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক (আকাশ), জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী রুবেল, বাংলাদেশ কৃষক লীগ গুইমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিরঞ্জন শীল (সাগর),সহ গুইমারা উপজেলার ৩টি ইউনিয়নের আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী, প্রসাশনিক কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post