• November 6, 2024

গুইমারায় ইয়াবাসহ যুবক আটক

 গুইমারায় ইয়াবাসহ যুবক আটক

গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউপির জালিয়াপাড়া নামক এলাকা থেকে ইয়াবা ক্রয়-বিক্রয় করা কালে ৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জনকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।

২৯ফেব্রুয়ারি রাতে গুইমারা থানার এসআই মো: মোকারম হোসেন এর নেতৃত্বে তার সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান চালিয়ে গুইমারা থানাধীন জালিয়াপাড়া এলাকার সৈয়দ এন্ড সুবেদ সাপ্লায়ার্স হলুদ ফ্যাক্টরীর দক্ষিণ পাশের মাঠ থেকে মৃত মোঃ হান্নান এর পুত্র মোঃ জাহাঙ্গীর হোসেন (২৪)কে ৮ পিচ ইয়াবা সহ আটক করা হয়। আটককৃত ব্যক্তি মানিকছড়ি থানাধীন গাভামারা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু পুর্বক তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক পরিবার, সমাজ ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই জনসচেতনতায় পারে মাদক নিয়ন্ত্রণে সহায়তা করতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post