• June 22, 2024

গুইমারায় ত্রিমূখী সংঘর্ষে সড়কে দুর্ঘটনায় আহত ২

 গুইমারায় ত্রিমূখী সংঘর্ষে সড়কে দুর্ঘটনায় আহত ২

গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলার লুন্দক্যাপাড়া এলাকায় ট্রাক,সিএনজি ও মাইক্রোবাস ত্রিমূখী সংঘর্ষে র্দূঘটনা ঘটেছে ।ঢাকা থেকে খাগড়াছড়ি গামী ট্রাকটি খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা মাইক্রোবাস কে ধাক্কা মেরে সিএনজি সহ রাস্তার বাম পাশে খাদে পড়ে যায়।

এসময় সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরীত হয়ে আগুন ধরে সিএনজিটি পুড়ে যায়।র্দূঘটনায় ট্রাক চালক পালিয়ে গেলেও, সিএনজি চালকসহ দুইজন গুরুতর আহত হয়।ঘটনাস্থলে ফায়ার সার্ভিস,পুলিশ এসে আগুন নিয়ন্ত্রন করে এবং সিএনজি চালকসহ আহত দুইজনকে মাটিরাংগা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। আহত সিএনজি চালক মানিকছড়ির একসত্তা পাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে রিয়াজ হোসেন(৩৫) এবং তার ভাই রেজওয়ান হোসেন।শুক্রবার দুপুরে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের লুন্দুক্যাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

গুইমারা থানার ওসি মো.মিজানুর রহমান জানান,সড়কে ত্রিমুখি সংঘর্ষে র্দূঘটনাটি ঘটেছে।ফায়ার সার্ভিসের লোকজন ও পুলিশ গিয়ে সিএনজির আগুন নিয়ন্ত্রন করে এবং সিএনজি চালকসহ আহত অপর ব্যাক্তিকে চিকিৎসার জন্য মাটিরাংগা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়েছে।র্দূঘটনার কবলে পড়া গাড়ি গুলো পুলিশের হেফাজতে রয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post