গুইমারায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি): খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ে এসে শেষ করেন।
১৫মার্চ শুক্রবার সকালে উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা।
এছাড়াও অন্যান্যের বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কংজরী চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্না ত্রিপুরা এবং গুইমারা থানার উপ-পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব শীলসহ ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা ভোক্তার অধিকার নিশ্চিত করণে আইন মান্য করার আহবান জানান। এই আইনেও যেন কেউ অপব্যবহার না করেন সে ব্যাপারেও সতর্ক করেন।