গুইমারায় সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার ১
গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার) অত্র জেলায় যোগদানের পর থেকে জেলার অভ্যন্তরীণ আইন শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুন্ন রাখতে মাদক, চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ড, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন।
এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট সর্বোচ্চ কাজ করে যাচ্ছে। ১০জানুয়ারি সকাল ৬টার সময় রামগড় থানা এলাকা থেকে এস আই জহিরুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ০২বছরের সাজা প্রাপ্ত ১জন আসামিকে আটক করেছে গুইমারা থানা পুলিশ। পরোয়ানাভূক্ত জিআর ৩২৮/২০০৭ , ধারা-৩৭৯ পেনাল কোড-১৮৬০ এর-০২ বছরের সশ্রম কারাদন্ড ও ২হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে-০৩ মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি হলেন খাগড়াছড়ি জেলার গুইমারা থানার ২নং হাফছড়ির ৪নং ওয়ার্ডের-মোঃ হারুন এর ছেলে, মোঃ ফারুক ওরফে শিমুল (৫৫)। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক অত্র থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।