Homeস্লাইড নিউজশিরোনাম

গুইমারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার,আটক

খাগড়াছড়ি প্রতিনিধি: গুইমারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র এ্যামোঃ, সেনাবিরোধী পোষ্টারসহ রঞ্জিত বাবু নামে একজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তি  রামগ

গ্রেডেশন তালিকাকে চ্যালেঞ্জ করা রীটে সংক্ষুব্ধ শিক্ষকদের পক্ষে রায় দিয়েছেন উচ্চ আদালত
মাটিরাঙ্গা স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা
অপহৃত রাসেল’র মুক্তির দাবিতে খাগড়াছড়িতে অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি: গুইমারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র এ্যামোঃ, সেনাবিরোধী পোষ্টারসহ রঞ্জিত বাবু নামে একজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তি  রামগড়ের জগন্নাথ পাড়ার শিশির মহাজন এর ছেলে রঞ্জিত বাবু (৪৭)।পরে উদ্ধারকৃত অস্ত্র ১টি দেশীয় এলজি, ১টি এ্যামোঃ, সেনাবিরোধী পোষ্টার, ১টি মোবাইল এবং নগদ ১৬৫০ টাকাসহ তাকে গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীসূত্র জানান,মঙ্গলবার দুপুর দুইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়নের একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি থেকে চট্রগ্রামগামী একটি যাত্রী লোকাল বাস (ঢাকা মেট্রো জ ১১-০৯৯৫) তল্লাশি চালিয়ে অবৈধ একটি অস্ত্র উদ্ধার সহ রঞ্জিত বাবুকে আটক করা হয়েছে।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মিজানুর রহমান জানান,সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্র ও রাষ্ট্র বিরোধী পোষ্টার সহ একজনকে আটক করেছে।এ বিষয়ে গুইমারা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।