• December 12, 2024

গুইমারার হাফছড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২৬ জানুয়ারি শনিবার বিকেলে গুইমারা উপজেলার হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের এ বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী এসময় বলেন, সরকারে ভিশন বাস্তবায়নে গুণগত শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের সুশিক্ষিত হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চাইথোয়াই চৌধুরী, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post