গুইমারার হাফছড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৬ জানুয়ারি শনিবার বিকেলে গুইমারা উপজেলার হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের এ বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী এসময় বলেন, সরকারে ভিশন বাস্তবায়নে গুণগত শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের সুশিক্ষিত হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চাইথোয়াই চৌধুরী, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।