• July 27, 2024

গুইমারায় অভিভাবক সমাবেশ ও প্রাণি সম্পদ উন্নয়ন কেন্দ্র উদ্ধোধন

স্টাফ রিপোর্টার: “শিক্ষা উন্নয়নের পূর্ব শর্ত বলে উল্লেখ করে সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে সর্বোচ্চ মনোযোগ দিতে অভিভাবকদের পরামর্শ দিয়ে পার্বত্যাঞ্চলে কাংখিত উন্নয়ন সাধন করার ক্ষেত্রে পিতা-মাতাকে ভূমিকা রাখতে হবে” ২মার্চ শুক্রবার বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ি ইউনিয়নের ডেবলছড়ি বাজারপাড়া নি¤œমাধ্যমিক বিদ্যালয় মাঠে সিন্দুকছড়ি ইউপি ও এলাকাবাসীর উদ্যোগে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান কালে একথা বলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তুু নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্স কিমিটির চেয়ারম্যান(প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন) ও ২৯৮নং খাগড়াছড়ি’র সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সিন্দুকছড়ি সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবাইয়েত মাহমুদ হাসিব, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মারাগ্য মারমা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ও ইউপি মেমং মারমা, উপজেলা উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, মংসুইপ্রু চৌধুরী অপু, জুয়েল ত্রিপুরা প্রমুখ।

এসময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম উন্নয়নে বিশেষ নজর  রয়েছে বলে জানিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে উন্নত সমৃদ্ধি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জনগণের সহযোগীতা কামনা করেন।

শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনে উপজেলার দূর্গম ও প্রত্যান্ত সিন্দুকছড়ি এলাকায় অনুষ্ঠিত সিন্দুকছড়ি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান-কারবারী উপস্থিত ছিলেন। পরে এলজিএপি-৩ প্রকল্পের আওতায় লাইব্রেরীতে বই ও প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে ডায়রী বিতরণ করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।

গুইমারা উপজেলায় দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা প্রাণি সম্পদ উন্নয়ন কেন্দ্র স্থাপন প্রকল্প (৩য় পর্যায়) কর্তৃক বাস্তবায়িত গুইমারা উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্র উদ্বোধন করেন তিনি। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রাণ সম্পদ কর্মকর্তা ডা. শেখ আবদুল মান্নান, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। এছাড়াও সিন্দুকছড়িছড়ি এলাকায় গড়িয়াছড়ি আশোকারামা বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post