• September 8, 2024

গুইমারায় অস্ত্র উদ্ধার

ডেস্ক রিপোর্ট: গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশী তৈরি একটি (এলজি)অস্ত্র উদ্ধার করেছে। ১৯ আগস্ট সোমবার দিবাগত রাত ৩ টার দিকে রামগড় দাতারাম পাড়া এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

নিরাপত্তা বাহিনীর সূত্রে জানাযায়, জোনের আওতাধীন রামগড় দাতারাম পাড়া এলাকায় সন্ত্রাসীরা অস্ত্রসহ অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে ক্যাপ্টেন তানজিলের নেতৃতে যৌথবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করে। যৌথবাহিনীর অবস্থান টের পেয়ে সন্ত্রাসীরা তাদের ব্যবহৃত অস্ত্রটি রেখে পালিয়ে যায়।

পরে নিরাপত্তাবাহিনী ওই এলাকায় অভিযান চালিয়ে গামছায় মোড়ানো সন্ত্রাসীদের ব্যবহৃত এলজি অস্ত্রটি জব্দ করে। রামগড় থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান সাংবাদিকদের জানান,উদ্ধারকৃত অস্ত্রটি রামগড় থানায় জমা দেয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post