গুইমারায় এক বাঙ্গালির লাশ উদ্ধার, পানছড়িতে ইউপিডিএফ’র সংগঠক নিহত

গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা উডজেলায় এক বাঙ্গালির লাশ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। গুইমারা ডাক্তার টিলা আমান উল্ল্যাহর ধানক্ষেতে রবিবার (২

বাঘাইছড়িতে সেনা অভিযানে অস্ত্র’সহ ২ ইউপিডিএফ সন্ত্রাসী আটক
মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ধর্মীয় ও শিক্ষা সহায়ক বই বিতরণ
লক্ষ্মীছড়ি সেনা জোনের মানবিক সহায়তার ও শীত বস্ত্র বিতরণ 

গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা উডজেলায় এক বাঙ্গালির লাশ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। গুইমারা ডাক্তার টিলা আমান উল্ল্যাহর ধানক্ষেতে রবিবার (২৩এপ্রিল ) সকালে তার লাশ পাওয়া যায়। জানা গেছে,  আনোয়ার হোসেন (৪৫), পিতা মৃত এছাক মিয়া। গুইমারা ডাক্তার টিলা আমানউল্ল্যার বাড়িতে থেকে কৃষি কাজ করতো বলে জানা যায়। গত ১৯ এপ্রিল থেকে নিখোঁজ ছিল বলে পারিকবারিক সূত্র জানায়।

এদিকে পানছড়িতে ইউপিডিএফ(প্রসীত) গ্রুপের সংগঠক ছিয়াং ত্রিপুরা ওরফে কাতাং ত্রিপুরা(৪০) প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া  অনন্ত ত্রিপুরা(২৯) নামে অপর এক কর্মী আহত হয়েছে। ২২এপ্রিল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ এ সংবাদ লেখা পর্যন্ত গুলিবিদ্ধ অবস্থায় আহত অনন্ত ত্রিপুরাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও নিহতের বিষয়টি নিশ্চিত করেনি। বিস্তারিত আসছে..