গুইমারায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
গুইমারা প্রতিনিধি: গুইমারায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। ২৪ সেপ্টেম্বর রবিবার বিকাল ৪টায় সময় গুইমারা উপজেলার ৯ নং ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার নজমহন ত্রিপুরার মেয়ে অপুবিশ্বা ত্রিপুরা (০৭) এবং ছেলে চনেরন্ত্র ত্রিপুরা (০৫)। স্থানীয় ইউপি সদস্য অংক্যজাই মারমা জানান, ঝিরির পানিতে গোসল করতে এসে দুই ভাই বোন খেলা করছিলো। খেলা করতে করতে একটু বেশি পানিতে গেলে আর নিজেকে রক্ষা করতে পারেনি তারা। তাদের পিতা-মাতা জুমে কাজ শেষে বাড়িতে এসে ছেলে, মেয়েকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করে।
পরে ঝিরির পানিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে সন্ধ্যা ৭ টার সময় মাটিরাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। ওখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে গুইমারা থানার ওসি রাজিব কর বলেন,ঘটনার খবর পেয়ে গুইমারা থানার পুলিশ মাটিরাঙ্গা স্বাস্থ্যকমপ্লেক্সে নিহতদের সনাক্ত করা শেষে সুরতহাল রিপোর্ট করা হয়।পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।