• February 19, 2025

গুইমারায় পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক পরিকল্পনা বিষয়ক কর্মশালা

শাহ আলম রানা, গুইমারা: লীন(খবধহ) প্রকল্পের সহযোগীতায় খাগড়াছড়ি’র গুইমারাতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি’র আয়োজনে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক অর্থ পরিকল্পনা (২০২০-২০২১) প্রনয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

২১ডিসেম্বর সোমবার গুইমারা উপজেলা সম্মেলন কক্ষে দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, উপজেলা মৎস্য অফিসার সুদৃষ্টি চাকমা, গুইমারা সরকারী কলেজ অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন, প্রাথমিক শিক্ষা অফিসার হিটলারউজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা আবু রেজা তালুকদারসহ উপজেলা পর্যায়ে সরকারি বেসরকারী কর্মকর্তা ও সংবাদকর্মী। এতে মুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন, লীন প্রকল্পের গুইমারা উপজেলা সমন্বয়ক জয় মোহন চাকমা।

কর্মশালায় ২০২০-২০২১ অর্থ বছরে উপজেলার বিভিন্ন দপ্তরের পুষ্টি বিষয়ক কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বিগত দিনের লক্ষ্যমাত্রা অর্জণের উপর বিস্তারিত আলোচনা করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post