• December 11, 2024

গুইমারায় ভুয়া ক্যাপ্টেনসহ দু’জন আটক

স্টাফ রিপোর্টার: সেনা ক্যাপ্টেন পরিচয় দিয়ে গুইমারা বিজিবি সেক্টরের ভিতরে প্রবেশ করলে ভুয়া ক্যাপ্টেনসহ দুজনকে আটক করেছে সেক্টরের বিজিবি জোয়ানরা।
৩ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় আটক ব্যক্তিরা গুইমারা সেক্টরের দায়িত্বরত মেজর মাবুবুর রহমান এ এম সির সাথে সাক্ষতের কথা বলে সেক্টরের সংরক্ষিত এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে সেক্টর কমান্ডার এর নিকট নিয়ে যায়।

বিজিবি সূত্র জানান, আটকৃত ভুয়া ক্যাপ্টেন মূলত নেত্রকোনা আটপাড়া থানার মৃত হাবিবুর রহমানের ছেলে মাঝহারুল ইসলাম এবং তার সাথে থাকা সহযোগী মানিকছড়ির বড় ডলুর আব্দুল মান্নানের ছেলে মো. ইব্রাহিম। ফেসবুকে একে অপরের সাথে পরিচয়। এই সূত্র ধরে নেত্রকোনা থেকে মানিকছড়িতে বেড়াতে এসে এ ঘটনা ঘটিয়েছে তারা।

আটককৃতদের নিকট থেকে জাল সেনা আইডি ও নিয়োগপত্র পাওয়া গেছে। দুজনকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। গুইমারা থানা অফিসার ইনচার্জ জানান, দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post