• July 27, 2024

গুইমারায় শান্তি কনসার্টে আসছেন শিল্পী নিশিতা বড়ুয়া

স্টাফ রিপোর্টার: পার্বত্য শান্তিচুক্তির ২১তম বর্ষষপূর্তি উপলক্ষে গুইমারায় দর্শক মাতাতে আসছেন শিল্পী নিশিতা বড়ুয়া। তার কণ্ঠের অসংখ্য গান জনপ্রিয়তা পেয়েছে। সংগীত জীবনের শুরু থেকেই জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে আসছেন এই গুনী শিল্পী।

৩ ডিসেম্বর সোমবার পার্বত্য শান্তিচুক্তির ২১ বছর পূর্তি উপলক্ষে গুইমারায় গানে গানে দর্শক-শ্রোতাদের মাতাতে যাচ্ছেন নিশিতা বড়ুয়া।

গুইমারা রিজিয়ন ও মাটিরাঙ্গা জোন কর্তৃক আয়োজিত এ কনসার্টটি এলাকার মূল আকর্ষণ। এই কনসার্টে আরও অংশ নেবেন খাগড়াছড়ির মাটিরাঙ্গার বিভিন্ন শিল্পীবৃন্দ।

এ অনুষ্ঠানকে ঘিরে আতশবাজি সহ আরও ব্যাপক আয়োজন এর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুই দিন ব্যপী আয়োজিত শান্তি মেলার প্রথম দিন আলোচনা সভা র‌্যালিসহ নানা কমর্সূচি পালিত হয়। গু্ইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম মেলার উদ্বোধন করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post