স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ২১তম বর্ষপূর্তিতে গুইমারা রিজিয়ন স্পোর্টস কমপ্লেক্সে শান্তি মেলার দ্বিতীয় দিনে চলছে দর্শক মাতানো সম্প্রীতি কনসার্ট।
অনুষ্ঠানের মূল আকর্ষণ শান্তি কনসার্টে ক্লোজআপ তারকা ও দেশের খ্যাতিমান জনপ্রিয় কন্ঠশিল্পী নিশিতা বড়ুয়া সংগীত পরিবেশ করবেন। আসছেন ‘জি’ বাংলার জনপ্রিয় অনুষ্ঠান মিরাক্কেলের কায়কোবাদ। খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে আছেন। বিশেষ অতিথ ২৪আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম, খাগড়াছড়ি- জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠান উপভোগ করছেন।
শান্তি কনসার্টে স্থানীয় শিল্পীরা তাদের মত মাতানো সঙ্গীত, নাটক ও নানা পরিবেশনা দর্শকদের মনমুগ্ধ করে তুলছে।