• July 27, 2024

গুইমারায় শান্তি চুক্তির ২৩তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য শান্তিচুক্তির ২৩তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির গুইমারাতে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় গুইমারা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন আওতাধীন ১৪ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেড়িয়ার জেনারেল মোঃ শাহরিয়ার জামান। অন্যান্যের মধ্যে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল কাজী মোঃ কাউসার জাহান, রিজিয়নের জি.টু-আই মেজর মোঃ মঈনুল আলম, সিন্দুকছড়ি জোন উপ-অধিনায়ক মেজর জুনায়েত বিন কবির, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, ইউ পি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি খেলোয়াড়দের উদ্দেশ্য বলেন, খেলাধুলার মধ্যমে মাদক এবং সকল প্রকার নেশা থেকে যুব সমাজকে বিরত থাকা সম্ভব। তাই বেশি বেশি খেলাধুলার আয়োজন করার আহবান প্রধান অতিথি।

উদ্বোধনী খেলায় গুইমারা ইউনিয়ন একাদশ পাতাছড়া ইউনিয়ন একাদশ’কে ট্রাইবেকারে গিয়ে এক গোলে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী বিজিতদের হাতে ট্রপি তুলে দেন প্রধান অতিথি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post