• September 20, 2024

গুইমারায় সনাতন ছাত্র-যুব পরিষদের সম্মেলন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সনাতন ছাত্র-যুব পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই শুক্রবার বিকেলে স্থানীয় লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল চাকমা প্রধান অতিথির বক্তব্য রাখেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল চাকমা বলেছেন, দেশ স্বাধীনের পর থেকে বেশিরভাগ সময় যাঁরা দেশের শাসন ক্ষমতায় ছিলেন, তাঁরা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের মেরুদ- ভেঙ্গে দেয়ার চেষ্টা করেছেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা যখনি ক্ষমতায় এসেছেন তখনি সংখ্যালঘুদের সার্বিক উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। আজ দেশের প্রতিটি সেক্টরে সঙখ্যালঘুদের যে অর্জন এবং অবস্থান, তা একমাত্র জননেত্রী শেখ হাসিনার সদিচ্ছার প্রতিফলন। তিনি বলেন, তিন পার্বত্য জেলায় গত ১০ বছরে যে উন্নয়ন হয়েছে, তা নজিরবিহীন। পার্বত্যাঞ্চলের উন্নয়নে বর্তমান সরকারের কোনই বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে জয়ী করে আনার আহ্বান জানান।
জেলার নবগঠিত গুইমারা উপজেলায় সনাতন ছাত্র-যুব পরিষদের প্রথম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের আহ্বায়ক নন্দন বণিক এর সভাপতিত্বে এবং সাগর চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুইমারা উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা, সনাতন সমাজ কল্যান পরিষদের কেন্দ্রীয় সা: সম্পাদক সজল বরণ সেন, সনাতন ছাত্র-যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি স্বপন ভট্টাচার্য্য এবং সা: সম্পাদক শেখর সেন। সম্মেলন শেষে জিকু বণিককে সভাপতি, সাগর চৌধুরীকে সা: সম্পাদক এবং রুপশ ভট্টাচার্য্যকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ঠ গুইমারা উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post