গুইমারায় স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টার: গুইমারা উপজেলায় স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যেগে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৩ মে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফা

মহালছড়িতে আওয়ামীলীগের পরিচিতি সভা ও ইফতার মাহফিল
জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার মানিকছড়িতে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ দিলেন
বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারই হোক অলাইনের মূল লক্ষ্য -কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি

স্টাফ রিপোর্টার: গুইমারা উপজেলায় স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যেগে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৩ মে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে রোযাদারদের হাতে ইফতার সামগ্রী পৌঁছে দেন। পবিত্র মাহে রমযানের প্রথম দিন থেকেই রোযাদারদের ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করে যাচ্ছে আর্ত -মানবতার সেবায় নিয়োজিত সংগঠনটি।

ইফতার বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, আর্তমানবতার সেবায় আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তারই অংশ হিসেবে আজকের এই ইফতার বিতরণ। পবিত্র মাহে রমযানের প্রথম দিন থেকেই আমাদের এই কর্মসূচি অব্যাহত আছে বলে আর্তমানবতার সেবায় সমাজের বিত্তবানদের সহযোগীতা কামনা করেন তারা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আবু বকর ছিদ্দিক, সহ-সেক্রেটারি নুরুন নবী, সদস্য তৌহিদুর জামান (সাইমুম) প্রমুখ।