গুইমারায় স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টার: গুইমারা উপজেলায় স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যেগে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৩ মে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফা

খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ছাত্রলীগের আনন্দ র‌্যালি
রামগড়ে তথ্য অফিসের আয়োজনে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে অবহিতকরণ সভা
খাগড়াছড়িতে পিসিপির মিছিল

স্টাফ রিপোর্টার: গুইমারা উপজেলায় স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যেগে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৩ মে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে রোযাদারদের হাতে ইফতার সামগ্রী পৌঁছে দেন। পবিত্র মাহে রমযানের প্রথম দিন থেকেই রোযাদারদের ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করে যাচ্ছে আর্ত -মানবতার সেবায় নিয়োজিত সংগঠনটি।

ইফতার বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, আর্তমানবতার সেবায় আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তারই অংশ হিসেবে আজকের এই ইফতার বিতরণ। পবিত্র মাহে রমযানের প্রথম দিন থেকেই আমাদের এই কর্মসূচি অব্যাহত আছে বলে আর্তমানবতার সেবায় সমাজের বিত্তবানদের সহযোগীতা কামনা করেন তারা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আবু বকর ছিদ্দিক, সহ-সেক্রেটারি নুরুন নবী, সদস্য তৌহিদুর জামান (সাইমুম) প্রমুখ।